ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের ঐক্যতেই সরকারের পতন হবে: মির্জা ফখরুল

  • পোস্ট হয়েছে : ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার ভয় পেয়েছে। কারণ সারা দেশে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণের এই ঐক্য সরকারের পতন ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেদ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চলমান কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজপথে নেমে আসা, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের জনগণ আর চায় না।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য সৃষ্টি হবে। আমরা সেই আহ্বানও করেছি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে সরিয়ে সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দলের মহাসচিব বলেন, বারবার বলেছি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। অথচ এই সরকার তাদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে খালেদা জিয়াকে মনে করছে, তাই তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দীর্ঘদিন তার মুক্তির জন্য সংগ্রাম করছি।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জনগণের ঐক্যতেই সরকারের পতন হবে: মির্জা ফখরুল

পোস্ট হয়েছে : ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সরকার ভয় পেয়েছে। কারণ সারা দেশে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণের এই ঐক্য সরকারের পতন ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেদ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চলমান কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজপথে নেমে আসা, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের জনগণ আর চায় না।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বিশ্বাস করি, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য সৃষ্টি হবে। আমরা সেই আহ্বানও করেছি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে সরিয়ে সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দলের মহাসচিব বলেন, বারবার বলেছি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। অথচ এই সরকার তাদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে খালেদা জিয়াকে মনে করছে, তাই তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দীর্ঘদিন তার মুক্তির জন্য সংগ্রাম করছি।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: