ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের পায়ের তলায় মাটি নেই: সাকি

  • পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদ: সরকার ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সরকার এটা ভুলে গেছে এভাবে বেশিদিন টিকে থাকা যায় না। বরং সরকার যেভাবে বল প্রয়োগ করছে তাতে এটি স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই। বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।

সোমবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর পূর্তি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, সরকার তেল, বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সরকারের ছায়াতলে থাকা ব্যক্তিরা ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করছে, বিদেশে পাচার করছে। সরকার ঠিকমতো খোঁজও নিচ্ছে না কারা সুইচ ব্যাংকে টাকা রাখছে, কারা পৃথিবীর বিভিন্ন জায়গায় টাকা পাচার করে আমাদের সম্পদ পুঞ্জিভূত করছে।

এ সময় অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলির সদস্য জুলহাস নাঈম বাবু, কেন্দ্রীয় সদস্য রহমান মোল্লাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকারের পায়ের তলায় মাটি নেই: সাকি

পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদ: সরকার ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সরকার এটা ভুলে গেছে এভাবে বেশিদিন টিকে থাকা যায় না। বরং সরকার যেভাবে বল প্রয়োগ করছে তাতে এটি স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই। বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।

সোমবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর পূর্তি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, সরকার তেল, বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সরকারের ছায়াতলে থাকা ব্যক্তিরা ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করছে, বিদেশে পাচার করছে। সরকার ঠিকমতো খোঁজও নিচ্ছে না কারা সুইচ ব্যাংকে টাকা রাখছে, কারা পৃথিবীর বিভিন্ন জায়গায় টাকা পাচার করে আমাদের সম্পদ পুঞ্জিভূত করছে।

এ সময় অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলির সদস্য জুলহাস নাঈম বাবু, কেন্দ্রীয় সদস্য রহমান মোল্লাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: