ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তেল কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করছে তালেবান!

  • পোস্ট হয়েছে : ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • 39

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে গ্যাসোলিন ও বেনজিন কেনার জন্য চুক্তির শর্ত নিয়ে মস্কোতে চূড়ান্ত আলোচনা করছে তালেবানের প্রতিনিধি দল।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব বলেছেন, আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মস্কোতে অবস্থান করছে এবং গম, গ্যাস ও তেল সরবরাহের চুক্তি চূড়ান্তের জন্য তারা কাজ করছেন।

রয়টার্সকে এক বার্তায় হাবিবুর রহমান বলেন, তারা রাশিয়ান পক্ষের সঙ্গে আলোচনা করছেন। চুক্তি সম্পাদিত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাণিজ্য ও শিল্পমন্ত্রীর কার্যালয় থেকে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে তার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কারিগরি কর্মকর্তারা এই মাসে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল সফর করার পরে চুক্তিতে কাজ করার জন্য মস্কোতে অবস্থান করেছিলেন।

তালেবানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য আগস্টের মাঝামাঝি সময়ে মস্কো সফর করেন। ওই সফরের পরই দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনার খবর জানাল তালেবান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান এবং রাশিয়া উভয়েই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সরকারগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে।
সূত্র: রয়টার্স

বিজনেস আওয়ার/ ৩০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তেল কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করছে তালেবান!

পোস্ট হয়েছে : ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে গ্যাসোলিন ও বেনজিন কেনার জন্য চুক্তির শর্ত নিয়ে মস্কোতে চূড়ান্ত আলোচনা করছে তালেবানের প্রতিনিধি দল।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব বলেছেন, আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মস্কোতে অবস্থান করছে এবং গম, গ্যাস ও তেল সরবরাহের চুক্তি চূড়ান্তের জন্য তারা কাজ করছেন।

রয়টার্সকে এক বার্তায় হাবিবুর রহমান বলেন, তারা রাশিয়ান পক্ষের সঙ্গে আলোচনা করছেন। চুক্তি সম্পাদিত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাণিজ্য ও শিল্পমন্ত্রীর কার্যালয় থেকে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে তার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কারিগরি কর্মকর্তারা এই মাসে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল সফর করার পরে চুক্তিতে কাজ করার জন্য মস্কোতে অবস্থান করেছিলেন।

তালেবানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য আগস্টের মাঝামাঝি সময়ে মস্কো সফর করেন। ওই সফরের পরই দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনার খবর জানাল তালেবান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান এবং রাশিয়া উভয়েই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সরকারগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে।
সূত্র: রয়টার্স

বিজনেস আওয়ার/ ৩০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: