বিজনেস আওয়ার প্রতিবেদক : চলতি বছরের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৯৬ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে ৪১ জন। এর আগে সোমবার (২৯ আগস্ট) এক দিনে সর্বোচ্চ ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন। চলতি আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় ৬০১ জন এবং ঢাকার বাইরে ১১১ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ১৯৮ জন।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২২/কমা