ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ৫৩৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ

  • পোস্ট হয়েছে : ১২:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুই দিনের অভিযানে সারাদেশে ৫৩৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৩১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অভিযানে গত দুই দিনে ঢাকাসহ দেশের ৮টি বিভাগে মোট ৫৩৪টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান ছিল খুলনায়। খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ১৪৯টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে সারাদেশের এই অভিযানের সময় বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিনে রাজধানী ঢাকায় বিভিন্ন কারণে বন্ধ করা হয়েছে ১৫টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। তবে রাজধানীতে এ সময় কাউকে জরিমানা করা হয়নি। ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম বিভাগে ৭৬টি এবং ময়মনসিংহ বিভাগে ৫৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। খুলনা বিভাগে বন্ধ হয়েছে ১৪৯টি। বন্ধের পাশাপাশি খুলনা বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে একটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সারাদেশে ৫৩৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ

পোস্ট হয়েছে : ১২:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুই দিনের অভিযানে সারাদেশে ৫৩৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৩১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অভিযানে গত দুই দিনে ঢাকাসহ দেশের ৮টি বিভাগে মোট ৫৩৪টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান ছিল খুলনায়। খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ১৪৯টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে সারাদেশের এই অভিযানের সময় বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিনে রাজধানী ঢাকায় বিভিন্ন কারণে বন্ধ করা হয়েছে ১৫টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। তবে রাজধানীতে এ সময় কাউকে জরিমানা করা হয়নি। ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান।

চট্টগ্রাম বিভাগে ৭৬টি এবং ময়মনসিংহ বিভাগে ৫৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। খুলনা বিভাগে বন্ধ হয়েছে ১৪৯টি। বন্ধের পাশাপাশি খুলনা বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে একটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: