বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট ও মিউজিক ভিডিওতে কাজ করে আলোচনায় আসেন সানাই মাহবুব। তবে নিয়মিত আলোচনায় থাকেন বিভিন্ন মন্তব্যের কারনে। ঢাকাই সিনেমায় নাম লিখিয়েছেন বহুল আলোচিত সানাই। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মালায়লাম সিনেমাতে কাজ করেছেন তিনি।
এ প্রসঙ্গে সানাই জানান, মালায়লাম সিনেমাটির নাম ‘ব্রাহ্মণকৃষ্ণা’। এই ছবিতে আমি একটা আইটেম গানে পারফরম্যান্স করেছি। গানটা গেয়েছেন ভারতের গায়ক মহালক্ষ্মী আইয়ার। গানটিতে আমাকে একটা পুরনো বাড়িতে নাগিন বেশে নাচতে দেখা যাবে।
সানাই আরও জানান, চরম রগরগে কিছু দৃশ্যে তার বিপরীতে মালায়লাম নায়ক উপেন্দ্রকিশোরকে দেখা যাবে। সম্প্রতি ভারতের কেরালায় গানের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। আশা করি সিনেমাতে আমার আইটেম গানে পারফরম্যান্স ভারতের দর্শকরা পছন্দ করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন সেন পাল।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২০/এ