বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বেড়িবাঁধের কাছে বটতলা বাজার এলাকার একটি বস্তিতে ছোট ছোট ১৫-১৬টি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন যাতে পুরো বস্তিতে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন দমকল কর্মীরা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিজনেস আওয়ার/ ৩১ আগস্ট, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: