আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনীয় মাকর্সবাদী বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা মারা গেছেন।
বুধবার (৩১ আগস্ট) কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ফুসফসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টঅ্যাটাকে ৬০ বছর বয়সী ক্যামিলো মারা যান। খবর বিবিসির।
চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের একজন ক্যামিলো। তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবনী ও কর্ম তুলে ধরার কাজে। কিউবার রাজধানী হাভানায় অবস্থিত সেন্টার অব চে গুয়েভারা স্টাডিজের দায়িত্ব পালন করেন ক্যামিলো।
ক্যামিলো গুয়েভারার মৃত্যুতে শোক জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ। এক টুইট বার্তায় তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা ক্যামিলোকে বিদায় জানাই।
জানা গেছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: