ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে ১৬ সেপ্টেম্বর

  • পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন, মামলাসহ নানাবিধ হয়রানি বন্ধের দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের সমন্বয় সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান।

এছাড়া, সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হাসান, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

সমন্বয় সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গত কয়েকদিনে বিএনপির ওপর হামলার পাশাপাশি গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠন ও সমাবেশের ওপরও হামলা চলছে। টাঙ্গাইলের নাগরপুরে গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল আলীম মোল্লাকে কুপিয়ে আহত করেছে সরকারি দলের স্থানীয় লোকেরা। শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংহতি সমাবেশে হামলা চালিয়ে রিয়াজসহ আহত করা হয়েছে ১০-১২ জনকে।

তারা আরও বলেন, সম্প্রতি নাটোর, লক্ষ্মীপুর, পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় যুব ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হামলা ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম ও ঢাকার মিরপুরে গণসংহতির কর্মীদের ওপর সরকারি দলের হামলা এবং ঢাকার মোহাম্মদপুর অঞ্চলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা প্রদান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে ১৬ সেপ্টেম্বর

পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন, মামলাসহ নানাবিধ হয়রানি বন্ধের দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের সমন্বয় সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান।

এছাড়া, সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হাসান, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

সমন্বয় সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গত কয়েকদিনে বিএনপির ওপর হামলার পাশাপাশি গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠন ও সমাবেশের ওপরও হামলা চলছে। টাঙ্গাইলের নাগরপুরে গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল আলীম মোল্লাকে কুপিয়ে আহত করেছে সরকারি দলের স্থানীয় লোকেরা। শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংহতি সমাবেশে হামলা চালিয়ে রিয়াজসহ আহত করা হয়েছে ১০-১২ জনকে।

তারা আরও বলেন, সম্প্রতি নাটোর, লক্ষ্মীপুর, পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় যুব ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হামলা ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম ও ঢাকার মিরপুরে গণসংহতির কর্মীদের ওপর সরকারি দলের হামলা এবং ঢাকার মোহাম্মদপুর অঞ্চলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা প্রদান করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: