ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের খেলোয়াড়!

  • পোস্ট হয়েছে : ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 64

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রায় সবাই রয়েছে এবারের দলে, বাদ পড়েছেন শুধু স্পিনার মিচেল সোয়েপসন, স্কোয়াডে তার জায়গা নিয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড।

টিম ডেভিড ১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেন। দেশটির হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০১৭ সালে বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ঝড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন তিনি। এই বছরের আইপিএলে ১.১ মিলিয়ন ডলার খরচায় তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন অভিষেক হয়নি তার, তবে টি-টোয়েন্টিতে তার মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে ডাক পেয়ে গেলেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪ টি-টোয়েন্টি খেলে ২,৫৫৬ রান করেছেন তিনি।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আয়োজিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে অজিদের নেতৃত্বে যথারীতি রয়েছেন অ্যারন ফিঞ্চ। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ পারফর্ম করছেন পেসার নাথান এলিস, বিশ্বকাপ দলে কেন রিচার্ডসনের জায়গায় তাই তাকে সুযোগ দেওয়ার গুজন শোনা গিয়েছিল। তবে সেসব গুঞ্জন দূরে ঠেলে দলে জায়গা ধরে রেখছেন রিচার্ডসন।

উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিসও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বিশ্বকাপে মূলত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের বদলি হিসেবেই দেখা যাবে তাকে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড,  অ্যাডাম জ্যাম্পা, জশ ইংলিস।


বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের খেলোয়াড়!

পোস্ট হয়েছে : ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রায় সবাই রয়েছে এবারের দলে, বাদ পড়েছেন শুধু স্পিনার মিচেল সোয়েপসন, স্কোয়াডে তার জায়গা নিয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড।

টিম ডেভিড ১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেন। দেশটির হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০১৭ সালে বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ঝড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন তিনি। এই বছরের আইপিএলে ১.১ মিলিয়ন ডলার খরচায় তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন অভিষেক হয়নি তার, তবে টি-টোয়েন্টিতে তার মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে ডাক পেয়ে গেলেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪ টি-টোয়েন্টি খেলে ২,৫৫৬ রান করেছেন তিনি।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আয়োজিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে অজিদের নেতৃত্বে যথারীতি রয়েছেন অ্যারন ফিঞ্চ। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ পারফর্ম করছেন পেসার নাথান এলিস, বিশ্বকাপ দলে কেন রিচার্ডসনের জায়গায় তাই তাকে সুযোগ দেওয়ার গুজন শোনা গিয়েছিল। তবে সেসব গুঞ্জন দূরে ঠেলে দলে জায়গা ধরে রেখছেন রিচার্ডসন।

উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিসও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বিশ্বকাপে মূলত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের বদলি হিসেবেই দেখা যাবে তাকে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড,  অ্যাডাম জ্যাম্পা, জশ ইংলিস।


বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর ২০২২ / এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: