ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা

  • পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • 73

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দল। ব্যর্থ এই মিশন শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপ শেষে দুবাই থেকে শনিবার দেশে পা রেখেছেন ক্রিকেটাররা।

এবারের এশিয়া কাপটা বাংলাদেশের জন্য ছিল চরম হতাশার। গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারে সাকিব আল হাসানের দল।

সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

খেলোয়াড়রা ফিরলেও কোচিং প্যানেল, টিম ম্যানেজম্যান্টের কয়েকজন সদস্য দেশে আসছেন না। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ১১ তারিখ ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দেবেন নিউজিল্যান্ডের ক্যাম্পে। ঢাকা পৌঁছানোর পর কদিন বিরতির পরেই যোগ দিতে হবে বিশেষ ক্যাম্পে। ১২ সেপ্টেম্বর থেকে যেটি শুরু হওয়ার কথা রয়েছে।

১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এর সপ্তাহখানেক পর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়া দেবে ক্যাম্পের জন্য।

সেখানে ৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।

বিজনেস আওয়ার/ ০৩ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা

পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দল। ব্যর্থ এই মিশন শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপ শেষে দুবাই থেকে শনিবার দেশে পা রেখেছেন ক্রিকেটাররা।

এবারের এশিয়া কাপটা বাংলাদেশের জন্য ছিল চরম হতাশার। গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারে সাকিব আল হাসানের দল।

সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

খেলোয়াড়রা ফিরলেও কোচিং প্যানেল, টিম ম্যানেজম্যান্টের কয়েকজন সদস্য দেশে আসছেন না। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ১১ তারিখ ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দেবেন নিউজিল্যান্ডের ক্যাম্পে। ঢাকা পৌঁছানোর পর কদিন বিরতির পরেই যোগ দিতে হবে বিশেষ ক্যাম্পে। ১২ সেপ্টেম্বর থেকে যেটি শুরু হওয়ার কথা রয়েছে।

১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এর সপ্তাহখানেক পর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়া দেবে ক্যাম্পের জন্য।

সেখানে ৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।

বিজনেস আওয়ার/ ০৩ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: