বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৫টির বা ২৫.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯০.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শমরিতা হসপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৯.৯১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.৯১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.৫৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.২১ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৮.৭১ শতাংশ, জেনেক্সের ৮.২১ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৭.৮৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭.১৯ শতাংশ এবং ইউনিক হোটেলের শেয়ার দর ৬.৫৮ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২২/পিএস