শাহিন শুভ: ‘বন্ধুত্ব’-তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ। এই শব্দটা আামাদের সবার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। নামের মাঝে যুক্তবর্ণগুলো যেন ভালোবাসার অটুট বন্ধনেরই প্রতিফলন। এর মাঝে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। এই নামের সাথে জড়িয়ে থাকে অনেক গল্প, আনন্দ, হৈ-হুল্লোড়, উচ্ছ্বাস, সহযোগিতা, ভরসা, মায়া, আর একরাশ ভালোবাসা।
বন্ধুর বিপদে বন্ধুদের এগিয়ে আসার ভিন্ন ভিন্ন উদাহরণ বিভিন্ন সময়ে আমাদের সামনে এসেছে। এবার তেমনি এক বন্ধুত্বের উদাহরণ নিয়ে হাজির হয়েছে ফেসবুকের (SSC 2014 & HSC 2016 BANGLADESH) গ্রুপটি।
গ্রুপের একজন সদস্য আল-আমিন। পরিবার পরিজন নিয়ে বাস করেন ফরিদপুর জেলায়। তিন ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। সবার বড় হলেও বেঁচে থাকার সংগ্রামে সবার আগে নিভু নিভু করছে তার জীবন। তার দুটি কিডনী আজ অচল। বেচে থাকতে হলে প্রয়োজন এখন কিডনী প্রতিস্থাপন। এটা করার জন্য এখন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার পক্ষে এই ব্যয় বহন করা মোটেও সম্ভব নয়।
তবে বন্ধুর এমন বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে ২০১৪ ও ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচ নিয়ে গড়ে তোলা বন্ধুদের ফেসবুক গ্রুপটি।
গ্রুপের একজন জেলা প্রতিনিধি রিফাত আহমেদ বাবু বলেন, আমরা সবাই অগ্রগামী এবং সৃজনশীল চিন্তা চেতনা, সাম্য ও ভালোবাসার মনোভাব নিয়েই গ্রুপটা গঠন করেছি। এটা সবার গ্রুপ, পুরো বাংলাদেশ এর ১৪/১৬ ব্যাচের ভালোবাসার গ্রুপ। বিপদের সময় বন্ধু আল-আমিনের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। এভাবেই সামনের দিনে আমাদের সকল বন্ধুদের সুখে দুঃখে সব সময় পাশে আছে ও থাকবে এই গ্রুপটি।
গ্রুপের বেশ কয়জন এডমিন জানিয়েছেন , বন্ধু আল-আমিন কিডনি রোগে আক্রান্ত তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। এতদিন তার চিকিৎসা ভালো ভাবেই চলছিলো এখন ডাক্তার তার পরিবার কে জানায়, জরুরী ভিত্তিতে তার কিডনি ট্র্যান্সপ্ল্যান্ট করতে। যা অনেক ব্যয়বহুল চিকিৎসা। কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন আল-আমিনের চিকিৎসায়। যা আল-আমিনের পরিবার থেকে জোগাড় করা অনেক কষ্টকর। তাই আমরা আমাদের গ্রুপের বন্ধুরা মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের সাধ্য অনুযায়ী বন্ধু আল-আমিন এর পরিবারের হাতে ৮৪ হাজার টাকা তুলে দিয়েছি।
আমরা এর আগেও অনেক বন্ধু বান্ধবীদেরকে সাহায্য করে দেখিয়েছি ও বন্ধুত্বের মহানুভবতা দেখেয়েছি, যা এখন খুবই বিরল। তবুও আমরা সবসময় আমাদের সবাইকে নিয়ে সামনের পথ একসাথে চলতে আশাবাদী। বিগত দিনগুলোর মতো বন্ধুরা বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করবে এটাই তাদের প্রত্যাশা।
আল-আমিনের পরিবারের হাতে চিকিৎসা সহায়তার টাকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন, এডমিন প্যানেলের পক্ষ মোঃ সামিউল ইসলাম, জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আহম্মেদ বাবু, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেসিয়া রহমান যুথী, রাজু আহমেদ,বিল্লাল সরদার, আবির বানিক প্রমুখ।
বিজনেস আওয়ার/ ০৪ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ