ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের অবসরে হৃদয় ভাঙলো মাহমুদউল্লাহর

  • পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 60

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মের বাইরে মুশফিকুর রহিম। এশিয়া কাপে দলের সঙ্গে তারও সময় ভালো কাটেনি। শেষ পর্যন্ত এই ফরম্যাটের জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুশফিক।

তার এই অবসরের ঘোষণা সতীর্থদের ব্যথিত করেছে। মাহমুদউল্লাহ রিয়াদ যেমন জানালেন, মুশফিকের অবসরে তার হৃদয়ই ভেঙে গেছে। সঙ্গী আফিফ হোসেন, নুরুল হাসান, সৌম্য সরকাররাও নিজেদের ফেসবুকে পোস্ট করে মুশফিককে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মুশফিকের বিদায় ঘোষণার কিছুক্ষণ পরেই মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগত ফেসবুকে। তিনি লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। টি-টোয়েন্টিতে তোমার যা অর্জন ও যেমন ক্যারিয়ার গড়েছ তুমি, সেজন্য তোমাকে সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনো ফরম্যাটে সবসময় সবার জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক!

রবিবার (৪ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’

বিজনেস আওয়ার/ ০২ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুশফিকের অবসরে হৃদয় ভাঙলো মাহমুদউল্লাহর

পোস্ট হয়েছে : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মের বাইরে মুশফিকুর রহিম। এশিয়া কাপে দলের সঙ্গে তারও সময় ভালো কাটেনি। শেষ পর্যন্ত এই ফরম্যাটের জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুশফিক।

তার এই অবসরের ঘোষণা সতীর্থদের ব্যথিত করেছে। মাহমুদউল্লাহ রিয়াদ যেমন জানালেন, মুশফিকের অবসরে তার হৃদয়ই ভেঙে গেছে। সঙ্গী আফিফ হোসেন, নুরুল হাসান, সৌম্য সরকাররাও নিজেদের ফেসবুকে পোস্ট করে মুশফিককে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মুশফিকের বিদায় ঘোষণার কিছুক্ষণ পরেই মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগত ফেসবুকে। তিনি লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। টি-টোয়েন্টিতে তোমার যা অর্জন ও যেমন ক্যারিয়ার গড়েছ তুমি, সেজন্য তোমাকে সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনো ফরম্যাটে সবসময় সবার জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক!

রবিবার (৪ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’

বিজনেস আওয়ার/ ০২ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: