ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো টাটা সন্সের সাবেক চেয়ারম্যানের

  • পোস্ট হয়েছে : ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 53

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যু হলো টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। রবিবার (৪ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘরের চাটোরি সেতুর কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। জানা গেছে, সাইরাসের গাড়িটির ডিভাইডারে সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হওয়া সাইরাস মিস্ত্রি, যিনি কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্যদের অভ্যুত্থানে চাকরিচ্যুত হয়েছিলেন, তিনি মহারাষ্ট্রের পালঘরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মহারাষ্ট্র পুলিশ বলছে, রোববার একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সাইরাস মিস্ত্রি। এ সময় গাড়ির চালকসহ তার সঙ্গে আরও দু’জন সফর করছিলেন; তারাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সাইরাস মিস্ত্রিকে বহনকারী সিলভার রঙের মার্সিডিজ গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চাটোরি সেতুর কাছে সড়ক বিভাজকের ওপর গাড়িটি আঘাত হানলে মুহূর্তের মধ্যে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল এক টুইট বার্তায় সাইরাস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাসকে ভারতীয় শিল্প খাতের ‘উজ্জ্বল নক্ষত্র’ বলে অভিহিত করেছেন তিনি।

সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় ভারতীয় রাজনীতি থেকে শুরু করে ব্যবসা জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন। শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এক টুইটে বলেছেন, সাইরাসের মৃত্যুর খবরে তিনি একেবারে ভেঙে পড়েছেন। টুইটে তিনি বলেছেন, আমার ভাই সাইরাস মিস্ত্রি মারা গেছেন। এটা এক বিধ্বংসী খবর। কোনোভাবে বিশ্বাস করতে পারছি না।

ভারতের বহুজাতিক ও অন্যতম প্রধান কোম্পানি টাটা সন্সের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের বহুল আলোচিত এক অভ্যুত্থানে চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন তিনি।

২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা কোম্পানিটির চেয়ারম্যানের পদ থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সাইরাস।

সূত্র: এনডিটিভি।

বিজনেস আওয়ার/ ০২ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো টাটা সন্সের সাবেক চেয়ারম্যানের

পোস্ট হয়েছে : ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনায় মৃত্যু হলো টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। রবিবার (৪ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘরের চাটোরি সেতুর কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। জানা গেছে, সাইরাসের গাড়িটির ডিভাইডারে সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হওয়া সাইরাস মিস্ত্রি, যিনি কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্যদের অভ্যুত্থানে চাকরিচ্যুত হয়েছিলেন, তিনি মহারাষ্ট্রের পালঘরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মহারাষ্ট্র পুলিশ বলছে, রোববার একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সাইরাস মিস্ত্রি। এ সময় গাড়ির চালকসহ তার সঙ্গে আরও দু’জন সফর করছিলেন; তারাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সাইরাস মিস্ত্রিকে বহনকারী সিলভার রঙের মার্সিডিজ গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চাটোরি সেতুর কাছে সড়ক বিভাজকের ওপর গাড়িটি আঘাত হানলে মুহূর্তের মধ্যে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল এক টুইট বার্তায় সাইরাস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাসকে ভারতীয় শিল্প খাতের ‘উজ্জ্বল নক্ষত্র’ বলে অভিহিত করেছেন তিনি।

সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় ভারতীয় রাজনীতি থেকে শুরু করে ব্যবসা জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন। শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এক টুইটে বলেছেন, সাইরাসের মৃত্যুর খবরে তিনি একেবারে ভেঙে পড়েছেন। টুইটে তিনি বলেছেন, আমার ভাই সাইরাস মিস্ত্রি মারা গেছেন। এটা এক বিধ্বংসী খবর। কোনোভাবে বিশ্বাস করতে পারছি না।

ভারতের বহুজাতিক ও অন্যতম প্রধান কোম্পানি টাটা সন্সের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের বহুল আলোচিত এক অভ্যুত্থানে চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন তিনি।

২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা কোম্পানিটির চেয়ারম্যানের পদ থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সাইরাস।

সূত্র: এনডিটিভি।

বিজনেস আওয়ার/ ০২ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: