ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চরিত্রের প্রয়োজনে ‘বিশেষ’ খাবার খেলেন মারজুক রাসেল!

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • 94

বিনোদন ডেস্ক: আলোচিত কবি, গিতিকার ও অভিনয়শিল্পী মারজুক রাসেল হিতকার খাদ্যাভ্যাস মেনে চলেন। বিভিন্ন সময়ে খাদ্যের ক্ষতিকর দিকগুলোকে সামনে এনেছেন মারজুক। তবে তার এই খাদ্যাভ্যাসের ছন্দপতন ঘটালেন নির্মাতা মাইদুল রাকিব।

ঈদ উপলক্ষে তার নির্মিত একটি নাটকে বিশেষ খাবার খেতে হয়েছে মারজুক রাসেলকে। আর সেটি হলো গরুর মাংস। কারণ নাটকের নামই ‘গরুর মাংস’। চরিত্রের প্রয়োজনে প্রায় দেড় বছর পরে মুখে গরুর মাংস তুললেন মারজুক রাসেল।

এ প্রসঙ্গে মারজুক রাসেল বলেন, দীর্ঘ ১৭ বছর নানানরকম স্ট্যাডি ও চেষ্টায় খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পেরেছি। মাছ,মাংস, তেল, চর্বি আমাদের শরীর ও পরিবেশের জন্য মোটেও উপকারী নয়। এজন্য আমার খাদ্যাভ্যাস থেকে এসব বাদ দিছি। মাংস খাওয়া ছাড়ছি প্রায় দেড় বছর আগে। কিন্তু এবার নাটকের জন্য খাইলাম।

উল্লেখ্য, এবারের ঈদে ‘গরুর মাংস’ ছাড়াও মারজুক রাসেল বেশকিছু নাটকে কাজ করেছেন। এগুলো হলো ‘আমার অপরাধ কী’, ‘চিলে কোঠার বাদশা’, ‘মাস্ক’, ‘কুফা’, ‘বাঘের খাঁচা’, ‘বেদানা বিবির বিন্নি’, এবং ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চরিত্রের প্রয়োজনে ‘বিশেষ’ খাবার খেলেন মারজুক রাসেল!

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: আলোচিত কবি, গিতিকার ও অভিনয়শিল্পী মারজুক রাসেল হিতকার খাদ্যাভ্যাস মেনে চলেন। বিভিন্ন সময়ে খাদ্যের ক্ষতিকর দিকগুলোকে সামনে এনেছেন মারজুক। তবে তার এই খাদ্যাভ্যাসের ছন্দপতন ঘটালেন নির্মাতা মাইদুল রাকিব।

ঈদ উপলক্ষে তার নির্মিত একটি নাটকে বিশেষ খাবার খেতে হয়েছে মারজুক রাসেলকে। আর সেটি হলো গরুর মাংস। কারণ নাটকের নামই ‘গরুর মাংস’। চরিত্রের প্রয়োজনে প্রায় দেড় বছর পরে মুখে গরুর মাংস তুললেন মারজুক রাসেল।

এ প্রসঙ্গে মারজুক রাসেল বলেন, দীর্ঘ ১৭ বছর নানানরকম স্ট্যাডি ও চেষ্টায় খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পেরেছি। মাছ,মাংস, তেল, চর্বি আমাদের শরীর ও পরিবেশের জন্য মোটেও উপকারী নয়। এজন্য আমার খাদ্যাভ্যাস থেকে এসব বাদ দিছি। মাংস খাওয়া ছাড়ছি প্রায় দেড় বছর আগে। কিন্তু এবার নাটকের জন্য খাইলাম।

উল্লেখ্য, এবারের ঈদে ‘গরুর মাংস’ ছাড়াও মারজুক রাসেল বেশকিছু নাটকে কাজ করেছেন। এগুলো হলো ‘আমার অপরাধ কী’, ‘চিলে কোঠার বাদশা’, ‘মাস্ক’, ‘কুফা’, ‘বাঘের খাঁচা’, ‘বেদানা বিবির বিন্নি’, এবং ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: