বিজনেস আওয়ার প্রতিবেদক : গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তবে সুপার ফোরে আবার দুই দল মুখোমুখি হয়েছিল রবিবার। এই দিন দুবাইয়ে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে তার বদলা নিল পাকিস্তান। এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের দ্বিতীয় পর্বটি রোমাঞ্চ ছড়ালো আরও বেশি।
পেন্ডলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র এক বল বাকি থাকতে। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত বিরাট কোহলির টানা দ্বিতীয় ফিফটিতে সাত উইকেটে করেছিল ১৮১ রান।
জবাবে অধিনায়ক বাবর আজম (১৪) ও ফখর জামান (১৫) দলকে টানতে না পারলেও মোহাম্মদ রিজওয়ানের টানা দ্বিতীয় ফিফটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। চারে নেমে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ, খেলেন মাত্র ২০ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস। তৃতীয় উইকেটে রিজওয়ান ও নওয়াজের ৪১ বলে ৭৩ রানের জুটিতে সহজ জয়ের পথেই ছিল পাকিস্তান।
আট উইকেট হাতে রেখে শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৭ রান। ১৬তম ওভারে মাত্র চার রান দেওয়ার পাশাপাশি নওয়াজকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ভুবনেশ্বর কুমার। পরের ওভারে ফিরে যান ৫১ বলে ৭১ রান করা রিজওয়ানও। দুই সেট ব্যাটারের বিদায়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ দুই ওভারে দরকার ২৬ রান।
১৯তম ওভারে ভুবনেশ্বরকে তুলোধুনা করে ১৯ রান তুলে নিয়ে ম্যাচ আবার পাকিস্তানের মুঠোয় নিয়ে আসেন আসিফ আলী। তবে শেষ ওভারে সাত রানের সহজ সমীকরণেও নাটক কম হয়নি।
প্রথম তিন বলে আসে পাঁচ রান, চতুর্থ বলে আসিফকে ফিরিয়ে ভারত শিবিরে ফের আশা জাগিয়েছিলেন আর্শদীপ। পঞ্চম বলে দুই রান নিয়ে পাকিস্তানকে রুদ্ধশ্বাস জয়ের আনন্দে ভাসান ইফতেখার আহমেদ।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২২/কমা