স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে আবার তারকা পতন। নিক কিরিয়সের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দানিল মেদভেদেভ। শেষ ষোলোতে পুরুষদের এক নম্বর টেনিস খেলোয়াড় মেদভেদেভ চার সেটের লড়াইয়ে হার মানেন। খেলার ফল কিরিয়সের পক্ষে ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-২।
ইউএস ওপেনে নক্ষত্র পতন হয়েছিল শনিবার। তৃতীয় রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন সেরিনা উইলিয়ামস। ইউএস ওপেনেই শেষ বার র্যাকেট হাতে নেমেছিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন। চোখের জলে আর্থার অ্যাশ স্টেডিয়ামকে বিদায় জানান তিনি। এ বার খাতায়কলমে আরও এক বড় তারকা ছিটকে গেলেন প্রতিযোগিতা থেকে। সেরিনা, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের মতো টেনিস তারকা পরবর্তী প্রজন্মে এখনও তৈরি হয়নি। যেহেতু মেদভেদেভ এখন এক নম্বর, তাঁর বিদায়কে সেই অর্থে নক্ষত্র পতন বলা যায়।
দু’মাস আগে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন কিরিয়স। সেখানে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন তিনি। কিন্তু এ বার কোনও ভুল করলেন না। এই নিয়ে মোট পাঁচ বারের সাক্ষাতে চার বার মেদভেদেভকে হারালেন কিরিয়স।
ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ায় পুরুষদের এক নম্বর স্থান থেকে নেমে যেতে পারেন মেদভেদেভ। তাঁর জায়গা নিতে পারেন রাফায়েল নাদাল, কার্লোস আরকারাজ ও ক্যাসপার রুডের মধ্যে এক জন।
বিজনেস আওয়ার/ ০৫ সেপ্টেম্বর, ২০২২/ এস এইচ