আন্তর্জাতিক ডেস্ক: প্রাথমিক স্কুলে নতুন করে পাঁচ হাজার ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়ায়।
দেশটি আগে ফ্রান্সের কলোনি ছিল। তখন থেকে ফরাসি ভাষা ছিল আলজেরিয়ার দাপ্তরিক ভাষা। কিন্তু সম্প্রতি ফরাসি ভাষা বাদ দিয়ে আরবিকে দাপ্তরিক ভাষা ঘোষণা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপর জোর দেওয়া হয়। খবর আরব নিউজের।
ফ্রান্সের ওপর থেকে তারা সব ধরনের নির্ভরশীলতা কমাতে চাচ্ছে। ফরাসি বাদ দিয়ে তাই ইংরেজির ওপর ঝুঁকছে আলজেরিয়া।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক বৌলেম বিন লওর বলেছেন, আগামী সপ্তাহ থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর পর শুরু হবে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ।
আগামী শিক্ষাবর্ষ থেকে এসব ইংরেজি শিক্ষক ক্লাসে পাঠদান শুরু করবেন।
বিজনেস আওয়ার/ ০৫ সেপ্টেম্বর, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: