বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে ভারতে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। যার প্রথম চালানের ১৬ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে ইলিশের ট্রাক। রপ্তানিকারক প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের এস আর ইন্টারন্যাশনাল।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ৪৯ জন রপ্তানিকারককে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজ ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাল।’
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: