ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রথম ডোজ নিয়েছে ৬ লাখ ৩৪ হাজার শিশু

  • পোস্ট হয়েছে : ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার প্রতিরোধে দেশে ৫ থেকে ১১ বছরের ৬ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন শিশু টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৭৭ হাজার ৫৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরুর পর গত সোমবার পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫ লাখ ৬৯ হাজার ২২৫ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮২ হাজার ৮৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ১৭৪ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৮৬ হাজার ৫৩১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনার প্রথম ডোজ নিয়েছে ৬ লাখ ৩৪ হাজার শিশু

পোস্ট হয়েছে : ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার প্রতিরোধে দেশে ৫ থেকে ১১ বছরের ৬ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন শিশু টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৭৭ হাজার ৫৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরুর পর গত সোমবার পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫ লাখ ৬৯ হাজার ২২৫ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮২ হাজার ৮৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ১৭৪ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৮৬ হাজার ৫৩১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: