1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: এবার দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইতোপূর্বে যেসব ব্যাংকের শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখায় এ ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংকের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ