ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • 96

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সময়, খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।

তিনি বলেন, গত অর্থবছরে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে এক হাজার ৩৭০ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে ভারত থেকে এসেছে মাত্র ১৫ দশমিক ৭৫১ মিলিয়ন মার্কিন ডলার। যা মোট বিদেশি বিনিয়োগের ১ দশমিক ১৫ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিমুখী বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা অর্জনে দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে সহযোগিতা আরও বাড়ানো প্র্রয়োজন।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সময়, খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।

তিনি বলেন, গত অর্থবছরে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে এক হাজার ৩৭০ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে ভারত থেকে এসেছে মাত্র ১৫ দশমিক ৭৫১ মিলিয়ন মার্কিন ডলার। যা মোট বিদেশি বিনিয়োগের ১ দশমিক ১৫ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিমুখী বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা অর্জনে দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে সহযোগিতা আরও বাড়ানো প্র্রয়োজন।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: