বিনোদন ডেস্ক: করোনার এই দুঃসময়ে বেশির ভাগ শিল্পী ও কলাকুশলীরা ঘরে বসে আছেন। কলাকুশলীদের অনেকে অর্থকষ্টে ঢাকা ছেড়েছেন যেখানে দুই নায়িকা পরীমনি ও অপু বিশ্বাসের নতুন গাড়ি বিস্মিত করেছে চলচ্চিত্রের অনেককেই। আবার কেউ কেউ আবার অভিনন্দনও জানিয়েছেন।
টানা দুই ঈদে দুটি গাড়ি কিনেছেন তারা। গত ঈদে পরীমনি কিনেছেন ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের রয়েল মাসেরাতি ব্রান্ডের একটি গাড়ি। বাংলাদেশে এ গাড়ির দাম কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা। ক্যারিয়ারের শুরুতে পরীমনি ব্যবহার করতেন টয়োটা ব্যান্ডের প্রিমিও মডেলের একটি গাড়ি।
তবে গাড়ির ব্যাপারে বরাবরই শৌখিন এ নায়িকা। ব্যবহারের পাশাপাশি গাড়ি সংগ্রহের প্রতিও ঝোঁক রয়েছে এই নায়িকার। আর তাই মাঝে সত্তরের দশকের নীল রঙের একটি মিতসুবিশি লেন্সার কিনেছিলেন ব্যক্তিগত সংগ্রহশালার জন্য। সবশেষ ব্যবহার করেন প্রায় কোটি টাকা দামের হ্যারিয়ার।
এদিকে ঈদুল আজহাও নতুন গাড়ি কিনেছেন ঢাকাই ছবির আরেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি কিনেছেন লাল রঙের অডি থ্রি সেলুন। গাড়িটির নিবন্ধন ফিসহ ক্রয় করতে অপুর খরচ করতে হয়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা।
উল্লেখ্য, টানা দুই ঈদে কোনো সিনেমাই মুক্তি পায়নি ঢালিউডের এই দুই নায়িকার। এরপরেও টানা দুই ঈদে দুটি নতুন গাড়ি কিনেছেন তারা। নতুন গাড়ি কেনায় রীতিমতো নেটিজেনদের তোপের মুখে পড়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িক।
বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২০/এ