বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন অনলাইনে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষক বদলির অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে প্রাথমিকের শিক্ষকরা শুধু আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে বদলি হতে পারবেন। তবে জেলা ও মহানগর পর্যায়ে বদলি কার্যক্রম বন্ধ থাকবে। সম্প্রতি এ সংক্রান্ত পাইলটিং কার্যক্রম সফল হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হলে শূন্যপদের সঠিক সংখ্যা পাওয়া যাবে। এরপর এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২২/কমা