আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হন ২৫৯ জন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এখনও ২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় ৪৩ কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, প্রদেশটির একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭৭টি বেইস স্টেশন চালু করা সম্ভব হয়েছে এবং প্রায় ২২ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ সচল করা গেছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তথ্য মতে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ