শাহিন শুভ: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সর্বশেষ তাদেরকে ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে দীর্ঘদিন পর আবারও জুটি বেধে বড় পর্দায় হাজির হচ্ছেন এই ‘পোড়ামন’ খ্যাত জুটি।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় ‘লাইভ’র মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দেশের মোট ২৬ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। দীর্ঘ বিরতির পর পরিচালক শামীম আহমেদ রনির হাত ধরে ‘লাইভ’ এ একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সাইমন-মাহি। তাদের সঙ্গে আরও দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদ।সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিচালক রনি জানান, মাহি, সাইমন ও আদর তিনজনের সঙ্গে এটা তার প্রথম কাজ। সিনেমায় অভিনয় করতে মাহিয়া মাহিকে শর্ত দেওয়া হয়েছিল যে সে ঘুমাতে পারবেন না। সেই শর্তই নাকি ঠিকঠাকভাবে পালন করেছেন মাহি। দুদিন না ঘুমিয়ে কাজও করেছেন তিনি। মাহি, সাইমন ও আদর তারা তিনজনই সর্বোচ্চ দিয়ে এই ছবিতে অভিনয় করেছেন।

নিজের অনুভূতি জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘শুটিংয়ের জায়গাটাকে পলিথিন দিয়ে এমনভাবে আইসোলেটেড করা হয়েছিল, যাতে আমরা নিঃশ্বাস নিতে না পারি। বেশ কষ্ট করে আমরা কাজটা করেছি। যখন কাজ করতে যাই তখনই বোঝা যায় সেটা কতটা ভালো হচ্ছে। ‘লাইভ’ সিনেমায় অভিনয় করেই বুঝেছি কাজটা অসাধারণ হয়েছে। এখানে সবাই অনেক ভালো অভিনয় করেছেন। আমি আর সাইমন আলোচনা করতাম – এই সিনেমা দিয়ে লাইফে হয়তো বড় একটা টার্ন আসবে। ’
সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে, তাতে মনে হয় পুরো গল্পটা একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে। তিনি আরো জানান, এখন পর্যন্ত তার অভিনীত মুক্তি প্রতীক্ষায় ৮টি সিনেমা রয়েছে। এরমধ্যে ‘লাইভ’-এ নিজের অভিনয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।
শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, বাংলাদেশের সিনেমার আবার সুবাস বইছে। আগেই আমি ‘লাইভ’ সিনেমার গল্প শুনেছি। বাস্তব কাহিনী থেকে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আশা করি এটি সবার ভালো লাগবে। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সিনেমার জোয়ার শুরু হয়েছে। এখন ভালো ছবি মুক্তি পেলে এ জোয়ার ধরে রাখা যাবে। আমি শুনেছি ‘লাইভ’ ছবিটা খুবই ভালো হয়েছে। শিল্পীদের ডেডিকেশনের কথাও শুনেছি। শিল্পীরাও যে চলচ্চিত্র নির্মাণের অংশ তার প্রমাণ এই ছবি। দর্শক দলে দলে হলে গেলেই তাদের এই পরিশ্রম সার্থক হবে
শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার গল্পের ‘লাইভ’-এ আরও অভিনয় করেছেন খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।
বিজনেস আওয়ার/ ০৮ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ