ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাক-আফগান ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

  • পোস্ট হয়েছে : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • 59

বিজনেস আওয়ার ডেস্ক : এশিয়া কাপের পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে বিবাদে জড়ানো আসিফ আলি ও ফরিদ আহমেদকে শাস্তি দিয়েছে সর্বোচ্চ সংস্থা আইসিসি।

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে দুজনের আচরণবিধিতে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো।

পাক অলরাউন্ডার আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ করা হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের করা এ অভিযোগে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

আফগান-পাক ম্যাচের ১২ বলে পাকিস্তানের দরকার ২১ রান, হাতে তখন ৩ উইকেট। ব্যাটিংয়ে ছিলেন আসিফ আলি। এর মধ্যে আফগান পেসার ফরিদ আহমেদের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান হারিস রউফ। আসিফ আলিই শেষ ভরসা। ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয়ের আশাও দেখালেন এই হার্ডহিটার। কিন্তু পরের বলেই আউট হয়ে যান আসিফ। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ নেন করিম জানাত।

আসিফ ভালো করেই জানতেন, তিনি আউট হলেও আর ভালো ব্যাটার নেই। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ।

এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলে বসেন ফরিদ। আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাক-আফগান ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

পোস্ট হয়েছে : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক : এশিয়া কাপের পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে বিবাদে জড়ানো আসিফ আলি ও ফরিদ আহমেদকে শাস্তি দিয়েছে সর্বোচ্চ সংস্থা আইসিসি।

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে দুজনের আচরণবিধিতে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো।

পাক অলরাউন্ডার আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ করা হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের করা এ অভিযোগে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

আফগান-পাক ম্যাচের ১২ বলে পাকিস্তানের দরকার ২১ রান, হাতে তখন ৩ উইকেট। ব্যাটিংয়ে ছিলেন আসিফ আলি। এর মধ্যে আফগান পেসার ফরিদ আহমেদের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান হারিস রউফ। আসিফ আলিই শেষ ভরসা। ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয়ের আশাও দেখালেন এই হার্ডহিটার। কিন্তু পরের বলেই আউট হয়ে যান আসিফ। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ নেন করিম জানাত।

আসিফ ভালো করেই জানতেন, তিনি আউট হলেও আর ভালো ব্যাটার নেই। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ।

এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলে বসেন ফরিদ। আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: