স্পোর্টস ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এ সপ্তাহের সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ইপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘মহামান্য রানীর অসামান্য জীবন এবং দেশের প্রতি তাঁর অবদান সম্মানের যোগ্য। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই সপ্তাহের ইপিএলের ম্যাচ স্থগিত থাকবে।’
এর আগে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়। এছাড়া ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়।
রানীর মৃত্যুতে ইতোমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা, চেলসির মতো ক্লাবগুলি শোক জানিয়েছে। অনেক ক্লাব তাদের টুইটারের কভার ইমেজ কালো রঙের দিয়েছে।
বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২২/ এস এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: