ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

  • পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • 49

আন্তর্জাতিক ডেস্ক: প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে, গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। আর সেই সাথে দেশটির নতুন রাজার দায়িত্বপ্রাপ্তির পথ খুলে যায় প্রিন্স চার্লসের।

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।

৭৩ বছর বয়সী চার্লস আনুষ্ঠানিকভাবে নতুন রাজা হিসাবে শপথ গ্রহণের পর বলেছেন, তিনি ‘সার্বভৌমত্বের দায়িত্ব এবং গুরু দায়িত্ব’ সম্পর্কে ‘অত্যন্ত সচেতন।’

অভিষেক অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার জীবিত সব পূর্বসূরি, চার্লসের স্ত্রী ক্যামিলা ও তার জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী উইলিয়ামসহ কয়েক শতাধিক প্রিভি কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চার্লস বলেছেন, ‘আমি জানি, জনগণের ভালোবাসা এবং আনুগত্যের মাধ্যমে আমি বহাল থাকব যাদের সার্বভৌম নিশ্চিতের জন্য আমাকে ডাকা হয়েছে।’

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২২/ এস এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে, গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। আর সেই সাথে দেশটির নতুন রাজার দায়িত্বপ্রাপ্তির পথ খুলে যায় প্রিন্স চার্লসের।

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।

৭৩ বছর বয়সী চার্লস আনুষ্ঠানিকভাবে নতুন রাজা হিসাবে শপথ গ্রহণের পর বলেছেন, তিনি ‘সার্বভৌমত্বের দায়িত্ব এবং গুরু দায়িত্ব’ সম্পর্কে ‘অত্যন্ত সচেতন।’

অভিষেক অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার জীবিত সব পূর্বসূরি, চার্লসের স্ত্রী ক্যামিলা ও তার জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী উইলিয়ামসহ কয়েক শতাধিক প্রিভি কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চার্লস বলেছেন, ‘আমি জানি, জনগণের ভালোবাসা এবং আনুগত্যের মাধ্যমে আমি বহাল থাকব যাদের সার্বভৌম নিশ্চিতের জন্য আমাকে ডাকা হয়েছে।’

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২২/ এস এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: