ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্ল্যাটির দরজা বন্ধ অবস্থায় ছিল।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রবিউল ইসলাম (৪০) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০)।

পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

নিহত রবিউল ইসলাম নীলফামারীর আবু তালেবের ছেলে এবং রবিউলের স্ত্রী বান্দরবানের অনিল দাশের মেয়ে লাকি দাশ। গত ১৪ জুন লাকি দাশ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন আয়শা সিদ্দিকা।

বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘গত ১ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন রবিউল ও আয়শা। তবে তারা কোন জেলার বাসিন্দা বা কী পেশায় আছেন, সে বিষয়ে কিছু জানাননি তারা শনিবার বিকেলে তাদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানান। পরে পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে থাকা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী একসঙ্গে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

লাশ গুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বন্ধ ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

পোস্ট হয়েছে : ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্ল্যাটির দরজা বন্ধ অবস্থায় ছিল।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রবিউল ইসলাম (৪০) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০)।

পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

নিহত রবিউল ইসলাম নীলফামারীর আবু তালেবের ছেলে এবং রবিউলের স্ত্রী বান্দরবানের অনিল দাশের মেয়ে লাকি দাশ। গত ১৪ জুন লাকি দাশ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন আয়শা সিদ্দিকা।

বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘গত ১ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন রবিউল ও আয়শা। তবে তারা কোন জেলার বাসিন্দা বা কী পেশায় আছেন, সে বিষয়ে কিছু জানাননি তারা শনিবার বিকেলে তাদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানান। পরে পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে থাকা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী একসঙ্গে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

লাশ গুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিজনেস আওয়ার/ ১০ সেপ্টেম্বর,২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: