1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
লেবাননে খাদ্য সামগ্রী-মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

লেবাননে খাদ্য সামগ্রী-মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : লেবাননে জরুরী খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়া লেবাননকে বাংলাদেশ যে কোনোও ধরনের সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহতের ঘটনায় সহানুভূতি ও সমবেদনা জানান। এ সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর কথাও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বুধবার লেবাননে শক্তিশালী গোড়া বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ