বিনোদন ডেস্ক: বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ইতিমধ্যেই ৩৭ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, হিসাব বলছে, গোটা বিশ্বে মাত্র একদিনেই ‘ব্রহ্মাস্ত্র’ ব্যবসা করেছে ৭৫ কোটি টাকার।
বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয়ভাগ নাকি আরও বেশি চমকপ্রদ হতে চলেছে। গুঞ্জনে রয়েছে, দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাডুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন।
অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকা কনফার্ম হলেও, হৃত্বিক বা রণবীর কেউই এখনও সবুজ সংকেত দেননি।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বয়কটের মুখে পড়েছে রণবীর-আলিয়ার ছবি ‘ব্রহ্মাস্ত্র’ও। ইতিমধ্যেই রণবীরের গোমাংস নিয়ে পুরনো এক মন্তব্যে জেরে বিতর্ক উঠেছে এই ছবি নিয়ে। প্রযোজকরের চিন্তা এই বিতর্ক হয়তো প্রভাব ফেলতে পারে বক্স অফিসে। তবে আপাতত ট্রেন্ড যা বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবি ইতিমধ্যেই বক্স অফিসে আলোড়ন তুলেছে।
বিজনেস আওয়ার/ ১১ সেপ্টেম্বর, ২০২২/ এস এস