স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও লাস্কের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে চলতি ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতেছিল রেড ডেভিলরা। যার কারণে লাস্ককে শেষ আট আট নিশ্চিত করতে হলে জিততে হতো ৬-০ ব্যবধানে। অষ্ট্রিয়ান ক্লাবটি অবশ্য চেষ্টার কমতি রাখেনি।
মাচের প্র্রথমার্ধ পযর্ন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে লাস্ক। ৫৫তম মিনিটে লাস্ককে এগিয়ে দেন ফিলিপ ওয়েসিঙ্গার। তবে শক্তির ব্যবধানে এগিয়ে থাকা ইউনাইটেডের বিপক্ষে ব্যবধানটি ধরে রাখতে পারেনি তারা।
পিছিয়ে পড়ার ২ মিনিট পরেই গোল শোধ করে সুলশারের দল। ম্যানইউকে সমতায় ফেরান জেসে লিঙ্গার্ড। ড্র হতে যাওয়া ম্যাচটিতে রেড ডেভিলদের জয় এনে দেন অ্যান্থনি মার্শাল। ৮৮তম মিনিটে আবারও মাতার থ্রো থেকে বল পেয়ে ব্যবধানটা ২-১ করেন ফরাসি ফরোয়ার্ড।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২০/এ