বিনোদন ডেস্ক: শাহরুখ খানের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, শাহরুখের জন্যেই তাঁর প্রেমের জীবন নষ্ট হয়েছে।
সম্প্রতি স্বরা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার প্রেমজীবন নষ্ট করার জন্য আমি আদিত্য চোপড়া স্যার এবং শাহরুখ খানকে দায়ী করি। আমি খুব কম বয়সে‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখেছিলাম। তখন থেকেই আমি শাহরুখের মতো দেখতে রাজকে খুঁজছিলাম। রাজ যে বাস্তবে আদৌ নেই, সে যে আসলে পরিচালকের কল্পনা মাত্র, তা অনেক পরে বুঝেছেন স্বরা।
তিনি বলেন, আমি মনে করি না যে, আমি সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়ার পরিচালনায় সেই ছবি রীতিমতো সাড়া ফেলেছিল বক্স অফিসে।
বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: