বিনোদন ডেস্ক: ‘ব্ল্যাক কফি’ নাটকে এবার ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকে তার বিপরীতে থাকছেন তরুণ অভিনেতা জাহের আলভী।
জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
এ নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই নাটকের গল্প খুবই হৃদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।
পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে আমার প্রথম কাজ। তবে এই প্রথমবার জাহের আলভীর সঙ্গে সিঙ্গেল নাটকে কাজ করছি। অভিজ্ঞতা বেশ।
বিজনিস আওয়ার/ ১২ সেপ্টেম্বর,২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: