1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
নাসির গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

নাসির গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন

  • পোস্ট হয়েছে : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাসির উদ্দিনের বড় ভাইয়ের ছেলে কিবরিয়া বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসির উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান। নাসির উদ্দিন বিশ্বাস ১৯৭৭ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। এই গ্রুপ এখন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। গ্লাস শিল্প, তামাক, মুদ্রণ ও প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প ইত্যাদি খাতের ব্যবসা রয়েছে এই গ্রুপের।

নাসির উদ্দিন বিশ্বাস কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বর্তমান সরকার সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করে।

এছাড়া তিনি গড়ে তোলেন নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাই স্কুল, নাসির উদ্দিন বিশ্বাস কলেজ, নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট।

মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় আনেয়ারা বিশ্বাস মা ও শিশু কেন্দ্র দৌলতপুরের প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছে।

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ