ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

  • পোস্ট হয়েছে : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের ব্যবসায়ী শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং তাদের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ ওরফে তুরান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪) ও তাদের বাবা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ ওরফে আম খাঁ (৫৮)। রায় ঘোষণার সময় আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন। তারা তিন ছেলের সবাই পলাতক আছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার পাঁচ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।

মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।

মামলার বাদী মাজেদা বেগম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।’

তবে রায়ে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। তারা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

পোস্ট হয়েছে : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের ব্যবসায়ী শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং তাদের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ ওরফে তুরান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪) ও তাদের বাবা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ ওরফে আম খাঁ (৫৮)। রায় ঘোষণার সময় আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন। তারা তিন ছেলের সবাই পলাতক আছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার পাঁচ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।

মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।

মামলার বাদী মাজেদা বেগম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।’

তবে রায়ে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। তারা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: