বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় পার্টি জনগণের উন্নয়নে রাজনীতি করে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ও বাহ্রা ইউনিয়ন জাতীয় পার্টির কর্মিসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বর্ধণপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।
জাতীয় পার্টি সন্ত্রাসী, টেন্ডারবাজিতে বিশ্বাস করে না। আর বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সেই কাজটি করে যাচ্ছে। রাজপথ ও জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জনগণের সমস্যা তুলে ধরার মাধ্যমে জাতীয় পার্টি দেশের উন্নয়নে অংশগ্রহণ করছে।
সালমা ইসলাম বলেন, আপনারা জানেন বিগত সময়ে আমি এ অঞ্চলের উন্নয়নের জন্য আমার সব ব্যবসা-বাণিজ্য ও লাভজনক কর্মকাণ্ড থেকে বিরত থেকেই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি এই এলাকার এমপি থাকা অবস্থায় দোহার নবাবগঞ্জের উন্নয়নে অসংখ্য কাঁচা-পাকা সড়ক, ব্রিজ, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়।
তিনি আরও বলেন, আপনারা জানেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার দীর্ঘ ৯ বছরের শাসন আমলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। মানুষ সুখে-শান্তিতে বসবাস করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভুলতে পারেনি। তাই জনগণের দল হিসেবে মানুষ এখন জাতীয় পার্টিকে ভালোবাসে।
জাতীয় পার্টির কর্মী সম্মেলনে আজিজুর রহমান শোভনকে সভাপতি, কেরামত মাতবরকে সিনিয়র সহ-সভাপতি, শুকুর আলমকে সাধারণ সম্পাদক ও এরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে কলাকোপা ইউনিয়ন জাতীয় পার্টি; তাজুল ইসলামকে সভাপতি, আব্দুল মতিন মেম্বারকে সাধারণ সম্পাদক ও হারুন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে বাহ্রা ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, মহিলা নেত্রী সৈয়দা মেহেরুননিসা হিয়া, মিথিলা রোয়াজা, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান, এমএ মজিদ, মান্নান মাস্টার, কফিল উদ্দিন, আসাদুজ্জামান চৌধুরী, সাহিদুল হক খান ডাবলু, আবুল হোসেন, মো. বোরহান, সেলিম মিয়া, খলিল দেওয়ান, রেশমা আজাদ, তাজনিনা আহমেদসহ জাতীয় পার্টি, যুব সংহতি, কৃষক পার্টি, ছাত্র সমাজ ও মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ