বিজনেস আওয়ার প্রতিবেদক: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর খাদ্য গুদামের সামনে থেকে একদল দুর্বৃত্ত টিসিবির ২২৮৬ লিটার ভোজ্য তেল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য টিসির পণ্য হিসেবে ট্রাকে করে চট্টগ্রাম থেকে ৮ হাজার লিটার ভোজ্য তেল, ৪০০০ কেজি চিনি ও ৮ হাজার কেজি মসুর ডাল নিয়ে আসা হয়েছিল। রাত দেড়টার দিকে ট্রাকটি চট্টগ্রাম কক্সবাজার সড়ক সংলগ্ন লামা উপজেলার আজিজনগর খাদ্য গুদামের সামনে এসে দাঁড়ালে বেশ কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত ট্রাকের চালককে বেঁধে ট্রাকে থাকা ৭৬ বাক্স তেল লুট করে নিয়ে যায়। বিষয়টি সোমবার সকালে গুদাম কর্তৃপক্ষ প্রশাসনকে জানালে সোমবার বিকেলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি পরিদর্শন করেন।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার জানিয়েছেন, তেলগুলো নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য টিসিবির পণ্য হিসেবে আজিজনগর খাদ্য গুদামে নিয়ে আসা হয়েছিল। গভীর রাতে দূর্বৃত্তরা ট্রাক চালককে বেঁধে ২২৮৬ লিটার তেল নিয়ে গেছে। তবে অন্যান্য মালামাল গুলো ঠিক পাওয়া গেছে।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
আজিজনগরের ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, টিসিবির ঠিকাদার গুদাম কর্তৃপক্ষকে না জানিয়ে রাতে ট্রাক নিয়ে সেখানে আসে। পরে দুর্বৃত্তরা বেশ কিছু মাল লুট করে নিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খোঁজ নেয়া হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তদন্ত শুরু করা হবে।
বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ