বিজনেস আওয়ার প্রতিবেদক : এখন থেকে আর বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না সরকারি চাকরিজীবীদের। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানিছেন।
তিনি বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তান সম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না। সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।
অন্যদিকে, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ বেশ কিছু মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের আগের মত অফিসে এসে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমনের কারণে বাসা থেকে কাজ করার সুযোগ পেয়েছিলেন সরকারি অনেক চাকরিজীবী।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২০/এ