বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের মাটি উর্বর। তাই জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। নিজেদের চাহিদা মেটাতে আরও বেশি ফসল ফলাতে হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনার আগে সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের যথাযথভাবে প্রশিক্ষণ দিতে হবে।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: