বিনোদন ডেস্ক: সম্প্রতি হালকা বেগুনি রঙের পোশাকে ভক্তদেরকে মুগ্ধ করলেন বলিউডের মোহময়ী অভিনেত্রি মালাইকা আরোরা। সুন্দরী মালাইকার সেই পোশাকে যেন তারারা ঝিকমিক করছে।
বরাবরই কেতাদুরস্ত মালাইকা। পোশাক হোক কিংবা সাজগোজ- সবকিছুতেই তিনি বলিউড পাড়ার প্রথম সারির নায়িকাদের পর্যন্ত রীতিমতো টেক্কা দেন। বলিউডের যে ক’টি ছবিতে মালাইকাকে পাওয়া গেছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তার নাচের ছন্দে আলোড়িত হয়েছে পুরুষ-হৃদয়। অভিনেত্রীর নতুন এই ছবিতে ভালোবাসার ইমোজিতে পোস্ট ভরে গিয়েছে। সূত্র : জিনিউজ
প্রথম সারির অভিনেত্রী না হয়েও মালাইকা বরাবরই পাপারাজ্জিদের নয়নের মণি। সকালে জিম করতে যাওয়ার সময় হোক, কিংবা কোনো পার্টিতে অথবা বিমানবন্দরে- সর্বদাই মালাইকার পিছু নেন তারা।
মালাইকা বরাবরই ‘ফিটনেস ফ্রিক’। নিয়ম করে শরীরচর্চা করতে তিনি ভোলেন না, তা তার চেহারা দেখলেই টের পান অনুরাগীরা। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। কিন্তু মালাইকাকে দেখলে বয়সের অঙ্ক এলোমেলো হয়ে যায়। যত দিন যাচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন মালাইকা।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ