বিনোদন ডেস্ক: তামিল সিনেমার পরিচালক লোকেশ কঙ্গরাজের পরবর্তী ছবিতে অভিষেক হচ্ছেন মুন্নাভাই খ্যাত ‘সঞ্জয় দত্ত’। এবার দক্ষিণী ছবিতে নতুন চমক নিয়ে আসছেন তিনি।
পরিচালকের সঙ্গে কথাবার্তা ঠিকঠাক। সব কিছু ঠিক থাকলে এটাই হবে তামিল ছবিতে সঞ্জয় দত্তের প্রথম কাজ। অভিনেতা থালাপাতি বিজয়ের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যাবে বলিউডেরে এই অভিনেতা -কে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকেশের আগামী ছবিটি অ্যাকশন থ্রিলার। যার পরতে পরতে থাকবে গ্যাংস্টারদের দৌরাত্ম্যের কাহিনি। এই ছবিতে একজন নয়, একাধিক খলনায়ক থাকবেন। সঞ্জয় তাদের মধ্যে অন্যতম।
জানা গেছে, এ ছবির জন্য বেশ কিছু দিন ধরেই সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলছিলেন লোকেশ। সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুধু তা-ই নয়, সূত্রের দাবি, লোকেশ কঙ্গরাজের ছবির জন্য ১০ কোটি টাকা নিয়েছেন সঞ্জয়। ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে ছবিটি সারা দেশে একসঙ্গে মুক্তি পাবে বলে জানা গেছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব। সেখানে খলনায়ক চরিত্রে প্রশংসা কুড়িয়েছিলেন সঞ্জয়। বক্স অফিসেও এই ছবি ভালো ব্যবসা করেছিল। সেই কন্নড় ছবির খলনায়ক এবার পা রাখছেন তামিলেও। তাকে নতুন রূপে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
চলতি বছরই মুক্তি পেয়েছে লোকেশ কঙ্গরাজের ‘বিক্রম’। তামিল ছবিটি দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে সারা দেশেই প্রশংসা কুড়িয়েছে। তারপর থালাপাতি বিজয়ের সঙ্গে আরো বড় কাজে হাত দিতে চলেছেন তিনি। সূত্র : পিঙ্কভিলা
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ