আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষে মুসলিমদের পবিত্র শহর মক্কা নগরী সফর ও ওমরাহ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার সৌদি কর্তৃপক্ষ। ওই যুবক ইয়েমেনি নাগরিক বলে জানা গেছেও এখনো তার নাম প্রকাশ করা হয় নি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মসজিদুল হারামের ভেতর থেকে ওই যুবককে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাকে এখনও সমাহিত করা হয়নি। শেষকৃত্যের প্রস্তুতি চলছে। আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন।
এমন পরিস্থিতিতে প্রয়াত রানির পক্ষে ওমরাহ করায় যুবক আটকের খবর দেয় সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দ্য ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ওমরাহ করতে যান ওই যুবক। সোমবার (১২ সেপ্টেম্বর) মক্কার মসজিদুল হারামের ভেতর থেকে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি।
ওই ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি একটি ব্যানার ধরে আছেন। তাতে আরবি ভাষায় কিছু কথা লেখা।
দ্য ইসলামিক অনফরমেশন জানিয়েছে, তাতে লেখা ছিল, ‘আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, তিনি যেন রানি দ্বিতীয় এলিজাবেথকে বেহেশত নসিব করেন এবং তাকে সৎকর্মকারীদের মধ্যে স্থান দেন।’ তার ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু সৌদি নাগরিকদের একটি পক্ষ থেকে তাকে গ্রেফতারের দাবি ওঠে।
ইসলাম ধর্মের বিধি অনুযায়ী, মৃত ব্যক্তির নামে ওমরাহ পালন করা বৈধ। তবে এক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকে অবশ্যই মুসলিম হতে হবে। মৃত কোনো অমুসলিম ব্যক্তির নামে ওমরাহ পালন করা নিষিদ্ধ। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ একদিকে অমুসলিম। উপরন্তু পদাধিকার বলে যুক্তরাজ্যের সব গির্জারও গভর্নর ছিলেন তিনি।
উল্লেখ্য, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের সময়ে যাত্রীদের ব্যানার বহন করা ও রাজনৈতিক স্লোগান দেয়া নিষিদ্ধ। কাবা শরিফ চত্বরে ব্যানার হাতে দাঁড়ানো ইয়েমেনের ওই নাগরিককে ওমরাহর নিয়ম ও নির্দেশিকা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়।
বিজনেস আওয়ার/১৩ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ