ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড

  • পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নাকচ করে সন্ধ্যায় তাদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।

একই সঙ্গে বাকি চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত।

এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন র‍্যাব-১৫ এর সেকেন্ড ইন কমান্ডার (টুআইসি) মেজর মেহেদী হাসান।

শুনানি শেষে আদালত ১ থেকে ৩ নম্বর আসামিদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর মামলার অন্য চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিকেলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত আসামি জামিনের আবেদন করলে তা নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড

পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নাকচ করে সন্ধ্যায় তাদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন।

একই সঙ্গে বাকি চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত।

এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন র‍্যাব-১৫ এর সেকেন্ড ইন কমান্ডার (টুআইসি) মেজর মেহেদী হাসান।

শুনানি শেষে আদালত ১ থেকে ৩ নম্বর আসামিদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর মামলার অন্য চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিকেলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত আসামি জামিনের আবেদন করলে তা নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: