ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা চায় ভক্তরা

  • পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 88

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি মুক্তি পাওয়া আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছিলেন কিং খান। আর তাতেই বাজিমাত। এবার তার চরিত্রটি নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনা জানালেন পরিচালক আয়ান মুখার্জি।

বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। তিন ভাগের এই ছবির প্রথম পর্ব ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। দুর্দান্ত উইকেন্ডের পর প্রথম সোমবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ব্রহ্মাস্ত্র’-এর বৈজ্ঞানিক মোহন ভার্গব। মোট কথা, শাহরুখ খানের এই চরিত্র বেশ ভাল মতোই গ্রহণ করেছেন দর্শকেরা। অভিভূত তাঁর বিপুল ভক্তকূল। এবার তাঁকে নিয়ে শুরু নয়া ট্রেন্ড। প্রথম ছবির ২০ মিনিটের স্ক্রিনস্পেসে মন ভরাতে পারেননি দর্শক।

ফ্যানেদের দাবি, এবার তাঁর ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক সম্পূর্ণ একটা সিনেমা। কেউ আবার চাইছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের সফরের গল্প বলা হবে। এই নিয়েই ভরেছে সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখ খানকে একজন বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাচ্ছে যাঁর মধ্যে ‘বানরাস্ত্র’-এর শক্তি আছে। তাঁর অধিকাংশ অনুরাগী তো তাঁকে কেবল প্রেক্ষাগৃহে এতদিন পর দেখতে পেয়েই আনন্দিত।

জনৈক কিং খান অনুরাগীর পোস্টে ‘পিটিশন’ শুরুর আবেদনও করা হয়েছে। যাতে দাবি করা হবে শাহরুখ খানের চরিত্র নিয়ে একটা গোটা ছবি তৈরির। আপাতত সেই পিটিশনে ২,৯২৭ জনের সই পড়েছে। এবং সেই নম্বর বেড়েই চলেছে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন রিয়েল লাইফ জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

উল্লেখ্য, পাঁচ বছর আগে এই ছবির শ্যুটিং চলাকালীনই প্রেমের সম্পর্ক তৈরি হয় রণবীর ও আলিয়ার। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ। ছবির অভিনয় বা সংলাপ সমালোচিত হলেও সকলেই গ্রাফিক্সের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা চায় ভক্তরা

পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি মুক্তি পাওয়া আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছিলেন কিং খান। আর তাতেই বাজিমাত। এবার তার চরিত্রটি নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনা জানালেন পরিচালক আয়ান মুখার্জি।

বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। তিন ভাগের এই ছবির প্রথম পর্ব ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। দুর্দান্ত উইকেন্ডের পর প্রথম সোমবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই বেশ প্রশংসিত হয়েছে এই সিনেমা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ব্রহ্মাস্ত্র’-এর বৈজ্ঞানিক মোহন ভার্গব। মোট কথা, শাহরুখ খানের এই চরিত্র বেশ ভাল মতোই গ্রহণ করেছেন দর্শকেরা। অভিভূত তাঁর বিপুল ভক্তকূল। এবার তাঁকে নিয়ে শুরু নয়া ট্রেন্ড। প্রথম ছবির ২০ মিনিটের স্ক্রিনস্পেসে মন ভরাতে পারেননি দর্শক।

ফ্যানেদের দাবি, এবার তাঁর ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক সম্পূর্ণ একটা সিনেমা। কেউ আবার চাইছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের সফরের গল্প বলা হবে। এই নিয়েই ভরেছে সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখ খানকে একজন বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাচ্ছে যাঁর মধ্যে ‘বানরাস্ত্র’-এর শক্তি আছে। তাঁর অধিকাংশ অনুরাগী তো তাঁকে কেবল প্রেক্ষাগৃহে এতদিন পর দেখতে পেয়েই আনন্দিত।

জনৈক কিং খান অনুরাগীর পোস্টে ‘পিটিশন’ শুরুর আবেদনও করা হয়েছে। যাতে দাবি করা হবে শাহরুখ খানের চরিত্র নিয়ে একটা গোটা ছবি তৈরির। আপাতত সেই পিটিশনে ২,৯২৭ জনের সই পড়েছে। এবং সেই নম্বর বেড়েই চলেছে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন রিয়েল লাইফ জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

উল্লেখ্য, পাঁচ বছর আগে এই ছবির শ্যুটিং চলাকালীনই প্রেমের সম্পর্ক তৈরি হয় রণবীর ও আলিয়ার। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ। ছবির অভিনয় বা সংলাপ সমালোচিত হলেও সকলেই গ্রাফিক্সের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: