আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মান্ডির তহশিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর দিয়েছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি সাওজিয়ান থেকে মান্ডিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: