ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

  • পোস্ট হয়েছে : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 59

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষে স্থানে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া এশিয়া কাপে দাপট দেখিয়ে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের বিরাট কোহলি ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ করা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এই পরিবর্তনগুলো হয়েছে। নবীর (২৪৬) সঙ্গে সাকিবের (২৪৮) রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়, মাত্র ২ পয়েন্টের।

কোহলি প্রায় তিন বছর পর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন এশিয়া কাপে। দুটি হাফ সেঞ্চুরিও ছিল। ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ভারতের সাবেক অধিনায়ক। তাতে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন।

হাসারাঙ্গা ছিলেন অবিশ্বাস্য। শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন দলের এই স্পিনার বোলার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অলরাউন্ডার তালিকায় সাত ধাপ উন্নতি হয়েছে তার, চার নম্বরে তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

বোলারদের তালিকায় ভারতের ভুবনেশ্বর কুমার চার ধাপ এগিয়ে সাতে, পাকিস্তানের দুই বোলার হারিস রউফ ৯ ধাপ এগিয়ে ২৫তম ও মোহাম্মদ নওয়াজ সাত ধাপ এগিয়ে ৩৪ নম্বরে।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

পোস্ট হয়েছে : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষে স্থানে ফিরলেন সাকিব আল হাসান। এছাড়া এশিয়া কাপে দাপট দেখিয়ে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের বিরাট কোহলি ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ করা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এই পরিবর্তনগুলো হয়েছে। নবীর (২৪৬) সঙ্গে সাকিবের (২৪৮) রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়, মাত্র ২ পয়েন্টের।

কোহলি প্রায় তিন বছর পর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন এশিয়া কাপে। দুটি হাফ সেঞ্চুরিও ছিল। ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ভারতের সাবেক অধিনায়ক। তাতে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন।

হাসারাঙ্গা ছিলেন অবিশ্বাস্য। শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন দলের এই স্পিনার বোলার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অলরাউন্ডার তালিকায় সাত ধাপ উন্নতি হয়েছে তার, চার নম্বরে তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

বোলারদের তালিকায় ভারতের ভুবনেশ্বর কুমার চার ধাপ এগিয়ে সাতে, পাকিস্তানের দুই বোলার হারিস রউফ ৯ ধাপ এগিয়ে ২৫তম ও মোহাম্মদ নওয়াজ সাত ধাপ এগিয়ে ৩৪ নম্বরে।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: