ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাপিটাল গেইনে কর আরোপ নিয়ে অস্পষ্টতা

  • পোস্ট হয়েছে : ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 220

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে শেয়ারবাজারে সিকিউরিটিজ কেনা-বেচা থেকে আয় বা ক্যাপিটাল গেইনের উপর থেকে আয়কর সুবিধা প্রত্যাহার করা নিয়ে অস্পষ্টতা তৈরী হয়েছে। যেখানে অনেকে মনে করছেন ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের ক্ষেত্রেও ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে আজ সারাদিন শেয়ারবাজারে আলোচনা হয়।

এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিজনেস আওয়ারকে বলেন, ক্যাপিটাল গেইনের উপর এনবিআরের আয়কর আরোপের বিষয়টি অস্পষ্ট। এটা হয়তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য না।

এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা দেওয়া হয়েছে এসআরও জারির মাধ্যমে। সেটা কিন্তু প্রত্যাহার করা হয়নি। এ বিবেচনায় ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা বহাল আছে। তাই আয়কর পরিপত্রে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ নিয়ে যে ধোঁয়াশা তৈরী হয়েছে, সেটা এনবিআর এর উচিত হবে স্পষ্ট করা।

এনবিআর এর ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে ক্যাপিটাল গেইনের উপর ১৯৮৪ এর ধারা ৩২ এর উপধারা ৭-এ প্রদত্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এরফলে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনী আয় করযোগ্য আয় হিসেবে পরিগণিত হবে বলে আয়কর পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রযোজ্য হারে কর আরোপ করা হবে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসইসির সঙ্গে আলাপ করার নিয়ম রয়েছে। তবে এনবিআর থেকে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা প্রত্যাহার নিয়ে কোন আলোচনা করেনি। এছাড়া ক্যাপিটাল গেইনে কর সুবিধা দেওয়া এসআরও বাতিল করেনি। যা বহাল রয়েছে। ফলে ক্যাপিটাল গেইনে কর সুবিধা বহাল রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের চিন্তিত হওয়ার কিছু নেই।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ নিয়ে এনবিআর এর আয়কর পরিপত্রটি অস্পষ্ট। এখানে ব্যক্তি বিনিয়োগকারী হওয়ার কথা না। এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে হতে পারে। কারন প্রাতিষ্ঠানিকরা সরকারি সিকিউরিটিজ লেনদেন করে।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ক্যাপিটাল গেইনে কর আরোপ নিয়ে অস্পষ্টতা

পোস্ট হয়েছে : ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে শেয়ারবাজারে সিকিউরিটিজ কেনা-বেচা থেকে আয় বা ক্যাপিটাল গেইনের উপর থেকে আয়কর সুবিধা প্রত্যাহার করা নিয়ে অস্পষ্টতা তৈরী হয়েছে। যেখানে অনেকে মনে করছেন ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের ক্ষেত্রেও ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে আজ সারাদিন শেয়ারবাজারে আলোচনা হয়।

এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিজনেস আওয়ারকে বলেন, ক্যাপিটাল গেইনের উপর এনবিআরের আয়কর আরোপের বিষয়টি অস্পষ্ট। এটা হয়তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য না।

এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা দেওয়া হয়েছে এসআরও জারির মাধ্যমে। সেটা কিন্তু প্রত্যাহার করা হয়নি। এ বিবেচনায় ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা বহাল আছে। তাই আয়কর পরিপত্রে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ নিয়ে যে ধোঁয়াশা তৈরী হয়েছে, সেটা এনবিআর এর উচিত হবে স্পষ্ট করা।

এনবিআর এর ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে ক্যাপিটাল গেইনের উপর ১৯৮৪ এর ধারা ৩২ এর উপধারা ৭-এ প্রদত্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এরফলে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনী আয় করযোগ্য আয় হিসেবে পরিগণিত হবে বলে আয়কর পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রযোজ্য হারে কর আরোপ করা হবে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসইসির সঙ্গে আলাপ করার নিয়ম রয়েছে। তবে এনবিআর থেকে ক্যাপিটাল গেইনের উপর কর সুবিধা প্রত্যাহার নিয়ে কোন আলোচনা করেনি। এছাড়া ক্যাপিটাল গেইনে কর সুবিধা দেওয়া এসআরও বাতিল করেনি। যা বহাল রয়েছে। ফলে ক্যাপিটাল গেইনে কর সুবিধা বহাল রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের চিন্তিত হওয়ার কিছু নেই।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ নিয়ে এনবিআর এর আয়কর পরিপত্রটি অস্পষ্ট। এখানে ব্যক্তি বিনিয়োগকারী হওয়ার কথা না। এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে হতে পারে। কারন প্রাতিষ্ঠানিকরা সরকারি সিকিউরিটিজ লেনদেন করে।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: